



আমাদের কথা
সুদীর্ঘকাল থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার মেয়েরা উচ্চ শিক্ষার লক্ষ্যে নিজের এলাকা ছেড়ে দূর দূরান্তে পড়তে যেত। অভিভাবকেরা আর্থিক ক্ষতি ছাড়াও তাদের মেড়েদের নিড়ে নানারকম দুশ্চিন্তার মধ্যে থাকতো। প্রায়ই দেখা যেত ইচ্ছে থাকলেও মেধাবী ছাত্রীরা অভিভাবকদের আর্থিক দুরবস্থা এবং সামাজিক প্রতিকূলতার জন্য উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে যেতে পারতো না। এ বিষটি মাথায় রেখে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জনাব আব্দুর রউফ ১৯৯৫ সালের জুন মাসের দিকে সর্বপ্রথম এ এলাকায় মেয়েদের জন্য একটি মহাবিদ্যালয় স্থাপন করার সভা আহবান করেন এবং উক্ত সভায় ২২ সদস্য বিশিষ্ট “বোদা মহিলা মহাবিদ্যালয়” বাস্তবায়ন কমিটি গঠন করেন।
বাস্তবায়ন কমিটি:
ক্র: নং | নাম | পদবী |
১। | জনাব আব্দুর রউফ | প্রতিষ্ঠাতা |
২। | জনাব মোঃ আব্দুল আজিজ | সম্পাদক |
৩। | জনাব মোঃ শফিউল্লাহ | সদস্য |
৪। | জনাব মোঃ রফিকুল ইসলাম | সদস্য (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) |
৫। | জনাব মোঃ তরিকুল আলম | সদস্য, উপাধ্যক্ষ, পাথরাজ কলেজ |
৬। | জনাব মোঃ ফারুক আলম টবি | সদস্য, প্রভাষক, পাথরাজ কলেজ |
৭। | জনাব মোঃ ওয়াহিদুজ্জামান সুজা | সদস্য, এ্যাডবোকেট |
৮। | জনাব মোঃ আমির হোসেন | সদস্য, প্রধান শিক্ষক, বোদা পাইলট উচ্চ বিদ্যালয় |
৯। | জনাব মোঃ লুৎফর রহমান | সদস্য, সহঃপ্রঃ শিক্ষক, বোদা পাইলট উচ্চ বিদ্যালয় |
১০। | জনাব মোঃ শামসুর রহমান | সদস্য, প্রভাষক, পাথরাজ কলেজ |
১১। | জনাব মোঃ সহিদুল ইসলাম | সদস্য, জমি দাতা |
১২। | জনাব মোঃ হায়দার আলী | সদস্য, জমি দাতা |
১৩। | বাবু দীনেশ চন্দ্র সাহা | সদস্য, সমাজ সেবক |
১৪। | বাবু খগেন্দ্র নাথ ঘোষ | সদস্য, সাবেক ইউপি সদস্য |
১৫। | জনাব মোঃ ইউসুফ মন্টু | সদস্য, ব্যবসায়ী |
১৬। | জনাব মোঃ আব্দুল কাদের (আবুল) | সদস্য, সমাজ সেবক |
১৭। | জনাব মোঃ সৈয়দ আব্দুল মান্নান | সদস্য, সাবেক ইউপি সদস্য |
১৮। | জনাব মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা | সদস্য, সমাজ সেবক |
১৯। | জনাব সৈয়দ আলী আহসান দুলাল | সদস্য, চেয়ারম্যান |
২০। | জনাব মোঃ মমতাজুল করিম | সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান |
২১। | জনাব মোঃ রাজিউর রহমান | সদস্য, ব্যবসায়ী |
২২। | জনাব মোঃ আশরাফুল আলাম | প্রভাষক, বোদা মহিলা মহাবিদ্যালয় |
শুরু হয় মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির কাজ। এর জন্য জমির প্রয়োজন সবার প্রথমে। সে লক্ষ্যে মরহুম হায়দার আলীর নামে যে ঝিনাইকুড়ি খালটি ছিল সেটা মহাবিদ্যালয়ের নামে কবলা করে নেয়া হয়। খালটি ছিল প্রায় দেড় একর। এই দেড় একর জমির উপর কলেজ দেখিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনা নিয়ে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে বোর্ড ফি দিয়ে কলেজ প্রতিষ্ঠার অনুমতির জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ড ছাত্রী ভর্তি এবং কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকারি বিধি মোতাবেক কলেজের প্রভাষক কর্মচারী ও অনান্য পদের নিয়োগ দানের অনুমতি দেয়। ১৯৯৬ সালের জুলাই মাসে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ নিয়ে বোদা মহিলা মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্নে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন পাথরাজ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক জনাব রফিকুল ইসলাম। পরবর্তীতে তিনিই পূর্ণাঙ্গ অধ্যক্ষের দয়িত্ব পালন করেন।
এই সময়ে মহাবিদ্যালটির কোন অবকাঠামো না থাকায় কিছু সংখ্যক ছাত্রী নিয়ে বোদা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।