সভাপতি

আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ

সভাপতি, গভর্নিং বডি, বোদা মহিলা মহাবিদ্যালয়।

সভাপতির বাণী

বোদা উপজেলার নারীদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান বোদা মহিলা মহাবিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রীদের জন্য প্রতিবারের মতো একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্রীদের পাঠ প্রস্তুতি পরীক্ষায় অংশগ্রহণ তথা ভাল ফলাফল করার জন্য সার্বিক পাঠ- পরিকল্পনা এবং তার বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি সম্মানিত শিক্ষকমন্ডলী একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে কাজে লাগিয়ে ছাত্রীদের কাঙ্খিত ফলাফল অর্জনে সহায়তা করবেন।

মহাবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ও সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে........ প্রদত্ত তথ্যপ্রযুক্তির সহায়তা সমৃদ্ধ নবনির্মিত চারতলা ভবন ইতিমধ্যে পাঠদান শুরু হয়েছে। যার ফলে ছাত্রীরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আধুনিক প্রযুক্তির সহায়তায় শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছে এবং মহাবিদ্যালয়ের যে শ্রেণিকক্ষের সমস্যা ছিল তাও সমাধান হয়েছে। বিভিন্ন উন্নয়নমুলক ও সংস্কার কাজ নিয়মিতভাবে অব্যাহত আছে। মহাবিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে গভর্নিং বডি ও সম্মানিত শিক্ষক কর্মচারী সকলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত সকল ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

পরিশেষে সকল ছাত্রী সার্বিক জ্ঞান আরোহনের মাধ্যমে ভাল ফলাফল নিশ্চিত করে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করুক এ কামনাই রইল।