



অধ্যক্ষ
মোঃ আশরাফুল আলম
অধ্যক্ষ
অধ্যক্ষের বাণী
বোদা উপজেলার প্রাণকেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ, মনোরম পরিবেশে অবিস্থিত বোদা মহিলা মহাবিদ্যালয় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুদক্ষ গভর্নিং বডি ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর প্রচেষ্টায় সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভাল ফলাফল এবং সহপাঠ্যক্রম কার্যক্রমের সাফল্যের মাধ্যমে অত্র উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমি ভর্তিকৃত নবাগত সকল ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।এবারও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য প্রতি বারের মতো একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ঐতিহ্যবাহী বোদা মহিলা মহাবিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া পরিচালিত হয়ে আসছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আমি আশা করি একাডেমিক ক্যালেন্ডার এর মাধ্যমে শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে ছাত্রীদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবেন এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রীরা লেখাপড়ায় পূর্ণমনোযোগী হয়ে ভাল ফলাফল করে এ প্রতিষ্ঠানের সাফল্য অক্ষুন্ন রাখবে। একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনার সাথে সংশ্লিষ্ঠ সকলকে সাধুবাদ জানাই। একাডেমিক ক্যালেন্ডারে কোন অসংগতি কারো দৃষ্টিসীমানায় এলে তাঁর নান্দনিক পরামর্শ আশা করছি ।মহাবিদ্যালয়ের সার্বিক ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা,সুদৃষ্টি ও সুপরামর্শ কামনা করছি।